নিজস্ব প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগ। সেখানে বিশেষজ্ঞ শিক্ষক চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বুধবার একটি নোটিস জারি করে। সেখানে বলা হয়েছে, পুনরায় এই সংক্রান্ত আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত নেফ্রোলজি বিভাগের ওপিডি পরিষেবা বন্ধ থাকবে। কারণ বর্তমানে নেফ্রোলজিতে কোনো ফ্যাকাল্টি নেই।
কয়েকদিন আগে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ডাঃ অর্পিতা রায়চৌধুরী লাহিড়ীকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গে। তাঁর জায়গায় যোগ দিয়েছেন মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের একমাত্র শিক্ষক চিকিৎসক। ফলে বিপাকে পড়েছেন রোগীরা।
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসকের ঘাটতি

মতামত দিন