নিজস্ব সংবাদদাতা: এবার চাকরি দেওয়ার নামে নাম জড়াল কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তার। ওই ব্যক্তি নিয়োগের নামে যেমন টাকা তুলতেন, তেমনি বিভিন্ন জনকে লাইসেন্স করিয়ে দেওয়ার নামে মোটা টাকার ঘুষ নিতেন বলে অভিযোগ। অভিযুক্ত ওই পুলিশকর্তার নাম সোমনাথ ভট্টাচার্য। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত।
ধৃত পুলিশ কর্তা রাজ্য সরকারের গ্রুপ-সি বিভাগে চাকরি দেওয়ার পাশাপাশি পানশালার লাইসেন্স দেওয়ার নাম করে টাকা নিতেন। এর আগে ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরির মতো মামলায় কলকাতা পুলিশের ইন্সপেক্টর ও তার নীচের পদমর্যাদার অনেক আধিকারিক গ্রেফতার হলেও নিয়োগ দুর্নীতির জেরে এসি পদমর্যাদার এমন উচ্চপদস্থ আধিকারিকের গ্রেফতারি এই প্রথম।
চাকরির নামে প্রতারণা, গ্রেফতার পুলিশকর্তা

মতামত দিন