রিকমেন্ডেট অথচ নিয়োগ প্যানেল থেকে বাদ, তাই দ্রুত নিয়োগের দাবিতে এবার কলকাতায় পদযাত্রা শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের। এদিন বেশ কয়েকশ চাকরিপ্রার্থী কলকাতার শহীদ মিনার একটি পদযাত্রা করে রানী রাসমণি এভিনিউতে আসেন। তারপর সেখানে দীর্ঘক্ষণ ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, গ্রীষ্মের ছুটির আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সূত্র- আজতক বাংলা
দ্রুত নিয়োগের দাবিতে এবার পদযাত্রা শিক্ষক চাকরি প্রার্থীদের

মতামত দিন