নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের বিজেপি সরকারের মতোই রাজ্যের তৃণমূল সরকার পরিবহণ ব্যবস্থাকে বেসরকারিকরণ করছে। উভয় সরকার পুঁজিপতিদের স্বার্থ দেখছে শুধু। কয়লা, লোহা আকরিক, তৈল শিল্প-সহ শিক্ষাক্ষেত্রকেও এদের হাতে তুলে দিচ্ছে। এমনই বক্তব্য রেখেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
পরিবহণ শ্রমিকদের দুর্দশা বাড়ছে। তা থেকে মুক্তি পেতে শ্রমিক সংগঠনকে সেই উপযোগী করে গড়তে হবে। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে চোর বাটপারদের এই রাজ্য সরকারকে উৎখাত করতে হলে পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাল পূর্ব মেদিনীপুর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
সম্মেলন উদ্বোধন করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সর্বভারতীয় নেতা জীবন সাহা এই কথা বলেন। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা লক্ষ্মীকান্ত সামন্ত-সহ আরও অনেকে।
লড়াইয়ের ডাক দিলেন পরিবহন শ্রমিকরা

মতামত দিন