বৃহস্পতিবার লাদাখ থেকে দুটি সংগঠন দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে। বেকারত্ব লাদাখে একটি প্রধান সমস্যা। সংগঠনগুলির অভিযোগ, বেকারত্ব ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদমূলক সব কর্মসূচিতে দমন-পীড়নের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে । সরকারি পদে দ্রুত নিয়োগের দাবি জানানো হয়। শিক্ষার্থীরা গত বছর কার্গিলে বারো হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ জানান। এদিনের প্রতিবাদে পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে।
পরিবেশবিদ সোনম ওয়াংচুক অভিযোগ করেন যে পার্বত্য পরিষদের সঙ্গে কোনও রকম পরামর্শ করে কমিটি গঠন করা হয়নি। কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়গুলো পরিচালনা সঠিকভাবে হয়নি। তিনি লাদাখের জন্য পূর্ণ রাজ্যের দাবি জানান।
সূত্র – দ্য টেলিগ্রাফ
লাদাখে বেকারত্বের বিরোধিতায় বিক্ষোভ

মতামত দিন