নিজস্ব প্রতিনিধি: চলতি বছর জানুয়ারিতে ১ লক্ষের বেশি তথ্য-প্রযুক্তি কর্মী কাজ হারিয়েছেন। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা এখনও পর্যন্ত ১৭৪০০। ২০২৩-এ আমাজন, মাইক্রোসফট, গুগল, সেলফোর্সের মতো বড় কোম্পানিগুলি তাদের কর্মী সংকোচন করেছে। মূলত অর্থনৈতিক মন্দার কারণেই এই কর্মী সংকোচন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয়দের পরিস্থিতি শোচনীয়। দলে দলে ভারতীয় কর্মীরা ছাঁটাই হচ্ছেন। নিয়ম অনুযায়ী কাজ চলে যাবার ৬০ দিনের মাথায় এঁদের মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। প্রবাসে কর্মরত ভারতীয়রা ছাড়াও দেশের যুবসমাজ এই গণহারে ছাঁটাইয়ের ফলে আশঙ্কিত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
গড়ে ৩৩০০ তথ্য-প্রযুক্তি কর্মী প্রতিদিন কাজ হারাচ্ছেন

মতামত দিন