কমপিউটার প্রস্তুতকারী সংস্থা লেনোভোর ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন ঐ সংস্থার কর্মচারীরা। মনে করা হচ্ছে কমপিউটার বিক্রি ব্যাপক হারে কমে যাওয়ার ফলে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি ইমেল মারফত ছাঁটাইয়ের খবর নিশ্চিত করেছে। যদিও মোট কর্মচারীর ১০ শতাংশ ছাঁটাই হওয়ার যে খবর শোনা গেছে তা উড়িয়ে দিয়েছেন সংস্থার এক মুখপাত্র। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় অল্প কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। যদিও বড়দিনের আগে এই ছাঁটাই কর্মীদের বিপাকে ফেলেছে।
এই ছাঁটাই প্রক্রিয়ার প্রভাব ভারতেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ভারত বেকারত্বের হারে বিশ্বের মধ্যে ওপরের সারিতে আছে। তার মধ্যে লেনোভোর এই ছাঁটাই প্রক্রিয়া ভারতের যুবক-যুবতীর কাছে আশঙ্কা বহন করবে এ কথা বলাই বাহুল্য।
সূত্র – র্যালটেক ওয়্যার
লেনোভোয় এবার ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন কর্মীরা

মতামত দিন