নিজস্ব সংবাদদাতা: বহুতলের লিফট ভেঙে পড়ে মৃত্যু হল এক লিফট চালকের। চৌরঙ্গি রোডের ওম টাওয়ারে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। লিফটের নিচে আটকে পড়া ওই ব্যক্তিকে অনেক কষ্টে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁর মৃত্যু হয়। নিহত আবদুল রহিম (৫৫) ইকবালপুরের কবি মহম্মদ ইকবাল রোডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ১৬ তলা ওই বহুতলের লিফট রক্ষণাবেক্ষণ আর চালানোর কাজ করতেন।
অন্যান্য দিনের মতো অফিসের ব্যস্ত সময়ে লিফট চালাচ্ছিলেন তিনি । কিন্তু তা ঠিকমতো কাজ করছিল না। তখন লিফটের ফাঁকা অংশ দিয়ে মাথা গলিয়ে সমস্যা বোঝার চেষ্টা করছিলেন। সেই সময় তিন তলা থেকে লিফটের তার ছিঁড়ে সজোরে এসে পড়ে এক তলায়। আবদুল রহিমের গলার অর্ধেক অংশ কাটা পড়ে ।
লিফটের তার ছিঁড়ে মৃত্যু লিফট্ম্যানের

মতামত দিন