শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের শিগাঁওয়ের বাসভবনের বাইরে পঞ্চমসালি লিঙ্গায়ত সম্প্রদায়ের বহু সদস্য ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। পঞ্চমসালি লিঙ্গায়ত সম্প্রদায়ের এই আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের উচ্চতর সংরক্ষণ।
এদিন কর্ণাটকে এই বিক্ষোভে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিক্ষোভ বর্তমান রাজ্য সরকারকে বিপদে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র- ইন্ডিয়া টুডে
সংরক্ষণের দাবিতে কর্ণাটকে লিঙ্গায়েতদের বিক্ষোভ তুঙ্গে

মতামত দিন