রবিবার দ্য গ্রেটার ঢালিগাঁও নিভানুয়া সংঘ আসামের গুয়াহাটিতে বঙাইগাঁও তেল শোধনাগারে আদিবাসীদের ১০০ শতাংশ কর্মসংস্থানের দাবিতে তিন ঘণ্টার বিক্ষোভ প্রদর্শন করে। তারা বঙাইগাঁও শোধনাগারের প্রধান ফটকে কর্মসংস্থানের দাবি এবং বোঙাইগাঁও-এর জনগণের বঞ্চনার বিরুদ্ধে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে।
ঢালিগাঁও অঞ্চলের বুদ্ধিজীবী, যুবসমাজ এবং অন্যান্য বহু লোকজন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকার দীর্ঘদিনের দাবি যে ঐ শোধনাগারে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই দাবিপূরণের লক্ষ্যেই রবিবারের বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীরা জানিয়েছেন দাবিপূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সূত্র – দ্য আসাম ট্রিবিউন
আসামে বঙাইগাঁও তেল শোধনাগারে বিক্ষোভ

মতামত দিন