নিজস্ব সংবাদদাতা: বহু দিন ধরে নায্য চাকরির দাবি আন্দোলন করে চলেছেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। প্রার্থীরা বুধবার মুখ্যমন্ত্রীর কাছে চাকরির দাবি জানানোর জন্য হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন। পুলিশ তাঁদের সেখানেই আটকে দেয়। পুলিশ বলপ্রয়োগ করে চাকরিপ্রার্থীদের আটকে দিলে তাঁরা হাজরা মোড় অবরোধ করেন। সেই অবস্থাতেই তাঁরা সেখানে নমাজ পড়েন। নমাজ শেষ হওয়ার পর তাঁদের হটাতে পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। এমনকি লাঠিও চালানো হয় বলেও প্রার্থীদের অভিযোগ।
মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ৩ হাজার ১৮৩টি। এরপর সময়োপযোগী হওয়ার কথা ২০১৬ পর্যন্ত। সেই হিসাবে শূন্যপদ হওয়ার কথা প্রায় ৫ হাজার। কিন্তু ২০১৮ সালে তালিকা প্রকাশ না করায় কাদের নিয়োগ করেছে, কত নিয়োগ করেছে কিছুই জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। পরে জানা যায়, প্রায় ১ হাজার ৯০০ জনকে সুপারিশ করেছে কমিশন। এরমধ্যে রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগ হয়েছে মাত্র ১ হাজার ৫০০ শূন্যপদে। সেখানেও প্রচুর দুর্নীতি।
মুখ্যমন্ত্রীর বাড়ির পথে আটকানো হলো মাদ্রাসা চাকরিপ্রার্থীদের

মতামত দিন