নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে এবার মাদ্রাসায় কোপ। শিক্ষক-শিক্ষিকাদের সরিয়ে অবসরপ্রাপ্তদের এনজিও’র মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য। কমানো হচ্ছে শিক্ষকদের সংখ্যা। কাজ চলে যাওয়ায় মাদ্রাসার বাইরে বসে বিক্ষোভ দেখালেন চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা। অবসরপ্রাপ্তদের দিয়ে পড়ানোর প্রতিবাদে বিক্ষোভে শামিল হলেন পড়ুয়াদের অভিভাবক-অভিভাবিকারাও।
২০১০ সালের নভেম্বরে উদ্বোধন হয় এই মুর্শিদাবাদ মডেল মাদ্রাসার। পিএসসি’র মাধ্যমে নিয়োগ করা হয় পাঁচ জন শিক্ষককেও। ২০১২ সালে ওই মাদ্রাসায় ফের ফলক বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে কমেছে শিক্ষক- শিক্ষিকার সংখ্যাও। বর্তমানে স্কুলে পড়ান মাত্র ৪ জন স্থায়ী শিক্ষক।
বর্তমানে একটি এনজিও’র মাধ্যমে নিযুক্ত আরও ২০ জন শিক্ষক-শিক্ষিকা পড়াচ্ছেন ওই মাদ্রাসায়। মাদ্রাসায় পড়াশোনা করে ৮৩০ জন ছাত্র-ছাত্রী। তবে প্রায় ৮ মাস বেতনই পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিকারা।
মাদ্রাসায় অবসরপ্রাপ্তদের দিয়ে পড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ

মতামত দিন