নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছরের কেবল আগামই মিলছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল চাকরিপ্রার্থীদের সমস্যার সুরাহা আর হচ্ছে না। বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার প্রতিবাদে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করলে তাঁদের আটকায় কলকাতা পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়োগের দাবিতে আন্দোলনরত মাদ্রাসা চাকরিপ্রার্থীদের সঙ্গে আবারও আলোচনায় বসার প্রতিশ্রুতি দিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান গোলাম আলি আনসারি। আগেও বেশ কয়েক বার তিনি আলোচনায়। বসেছিলেন। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এবারের আলোচনার প্রেক্ষিতে দ্রুত নিয়োগের ব্যবস্থা না করা হলে চাকরিপ্রার্থীদের আরও কড়া প্রতিবাদ ও বিক্ষোভের চেহারা দেখবে বর্তমান সরকার, এদিন নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে শামিল হয়ে এই হুঁশিয়ারিই দিলেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা।
এদিন হাজরা মোড় থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগতে গেলেই কলকাতা পুলিশ মিছিলে আটকায়। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসাও হয়। পরে চাকরিপ্রার্থীদের এক প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।পুলিশের পক্ষ থেকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে আগামী ১০ মে চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস নিয়েছেন। এই আশ্বাস পেয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি তুলে নিলেও দ্রুত স্বচ্ছ নিয়োগের বন্দোবস্ত না করা হলে আগামীতে তাঁরা আরও বড় লড়াই-আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
মাদ্রাসায় নিয়োগের দাবিতে মিছিল আটকালো পুলিশ

মতামত দিন