মুম্বইতে আবাসিক ডাক্তাররা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। গত ২ জানুয়ারি থেকে তাঁরা ধর্মঘট করছেন। আবাসিক ডাক্তারদের দাবিসমূহের মধ্যে আছে প্রবীণ আবাসিকদের জন্য নতুন চাকরি তৈরি করা, সপ্তম বেতন কমিশন অনুসারে কোভিড পরিষেবার বকেয়া পরিশোধ এবং ডিএ প্রদান। ডাক্তারদের অভিযোগ তাঁরা এই দাবিগুলি দীর্ঘদিন ধরে করে এলেও মহারাষ্ট্র সরকার এ ব্যাপারে কর্ণপাত করেনি। উল্লেখ্য, মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস (MARD) সংঠনের নেতৃত্বে আবাসিক ডাক্তাররা ধর্মঘট করছেন।
মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস (MARD) সংবাদ সংস্থাকে জানায় যে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়। কারণ হিসেবে তাঁরা বলেন হোস্টেল সুবিধা বাড়ানোর কথা। বারবার বলা সত্ত্বেও সরকার তাতে কর্ণপাত করেনি। ধর্মঘটে সামিল হওয়া ডাক্তারদের পক্ষ থেকে ডাঃ অক্ষয় যাদব জানান “ধর্মঘট আমাদের জন্য শেষ অবলম্বন। তবুও, আমরা আশা করি রোগীদের কষ্ট হবে না। মুম্বাইয়ের নায়ার হাসপাতাল একটি কোভিড হাসপাতাল ছিল এবং তারপরেও, কোভিড ক্ষতিপূরণ মুলতুবি রয়েছে। আবাসিক ডাক্তাররা আরও ভালো হোস্টেল সুবিধার দাবি করছেন, কিন্তু এই দাবিগুলি পূরণ করা হচ্ছে না”।
সূত্র- মিরর নাও
মুম্বইতে আবাসিক ডাক্তারদের ধর্মঘট

মতামত দিন