একদিন কাটতে না কাটতেই মহারাষ্ট্রের রাজধানী মুম্বই শহরে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনের ফলে সেই রাজ্যের সরকার পিছু হঠতে বাধ্য হল। বিদ্যুৎক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সরকারি দমন-পীড়নের যাবতীয় হুমকি উড়িয়ে মঙ্গলবার মাঝরাত থেকে মহারাষ্ট্রে ৮৬ হাজারের বেশি কর্মী-ইঞ্জিনিয়ার এবং ৪০ হাজারের বেশি ঠিকা শ্রমিক ধর্মঘটে যোগ দেন। প্রায় ৩১টি সংগঠনের জোট এই ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের ব্যাপকতা দেখে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন। টানা আড়াই ঘণ্টার বৈঠকে আন্দোলনের দাবিগুলির কাছে একপ্রকার নতিস্বীকার করেন তিনি। রাজ্যের তিনটি সরকারি বিদ্যুৎ কোম্পানির বেসরকারিকরণ হবে না বলে আশ্বাস দেন। এরপরেই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সূত্র – ইন্ডিয়া টিভি
মুম্বইতে বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে বিপুল জয়

মতামত দিন