কর্মসংস্থান-সহ অন্যান্য দাবিতে বিরোধী জোট মহা বিকাশ আঘাদি শনিবার একটি সমাবেশ করল মুম্বই শহরে। বৃহস্পতিবার মুম্বইতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারের বাসভবন দেবগিরিতে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক বৈঠকে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা নেতারা একত্রিত হয়েছিলেন।
সিপিআই, পিজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি অফ ইন্ডিয়া এবং সমাজবাদী পার্টি এই সমাবেশে অংশ নেন। সেখানে বেকারত্বের মতো মূল সামাজিক সমস্যাগুলি-সহ অন্যান্য দাবিতে আওয়াজ ওঠে।
উল্লেখ্য, মহারাষ্ট্র সরকার বেকারত্ব নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। একই অবস্থা কেন্দ্রীয় সরকারের। জনগণের সমস্যায় দুই সরকারের নীরবতার বিরুদ্ধেই এই সমাবেশের আয়োজন বলে জানিয়েছে বিরোধী দলগুলি।
সূত্র – জি নিউজ
মহারাষ্ট্রে কর্মসংস্থান-সহ অন্যান্য দাবিতে বিরোধীদের সমাবেশ

মতামত দিন