নিজস্ব সংবাদদাতা: শুধু নিয়োগ দুর্নীতি নয়, গ্রামে গ্রামে উন্নয়ন প্রকল্পের টাকা কীভাবে নয়ছয় হয়েছে তারও নমুনা পাওয়া যাচ্ছে তথ্যের অধিকার আইনে। মালদহ জেলার রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মাসাতারা বিবি তথ্যের অধিকার আইনে গ্রামে কোন কোন প্রকল্পে সরকারি টাকা খরচ হয়েছে তা জানতে চাইলে তাঁকে প্রায় চারমাস ঘোরানোর পরে তথ্য দেওয়া হয়েছে।
সেই তথ্য হাতে পেয়েই মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, আদৌ কাজই হয়নি, অথচ টাকা খরচ করা হয়েছে। গ্রামবাসীদের মতে, ১৫ থেকে ২০ কোটি টাকার নয়ছয় হয়েছে এই পঞ্চায়েতে। অভিযোগ মূলত, একশো দিনের কাজের প্রকল্পের টাকা খরচ নিয়ে।
গ্রামবাসীদের অভিযোগ প্রায় কুড়ি কোটি টাকা লুট করা হয়েছে একশো দিনের প্রকল্পে কাজ না করেই। এব্যাপারে তথ্যের অধিকার আইনে তথ্য জানতে চেয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তা নির্দিষ্ট সময়ে দেয়নি কর্তৃপক্ষ।
কাজ না করেই লুট রেগার টাকা, অভিযোগ গ্রামবাসীদের

মতামত দিন