নিজস্ব সংবাদদাতা: এমবিবিএস কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। ধৃত পঙ্কজ সাউ বিধাননগর উত্তর থানা এলাকায় একটি সংস্থা চালান। ডাক্তারির কোর্স করতে ইচ্ছুক এক পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর এসিজেএম আদালতে পেশ করা হলে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এক পড়ুয়াকে প্রতিশ্রুতি দিয়ে তাঁর বাবার কাছ থেকে দু’দফায় ৩০ লক্ষ টাকা নিয়েছেন পঙ্কজ সাউ নামের ওই ব্যক্তি। ডাক্তারিতে ভর্তি হতে পারেননি পড়ুয়া, টাকাও ফেরত পাননি বাবা। এর পরই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ডাক্তারিতে ভর্তির নামে প্রতারণা, গ্রেফতার ১

মতামত দিন