কোচির ত্রিপুনিথুরার এক আয়ুরবেদিক হাসপাতালের নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল বছর ৩৮-র সৃজিত নামের একজন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি ওই হাসপাতালেই ইলেক্ট্রিকের কাজ করত, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ডাক্তারের ফাঁকা ঘরে মহিলা বিশ্রাম নিচ্ছিলেন, এমন অবস্থায় সৃজিত ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে তাঁকে ধর্ষণ করে।
অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, গাড়িতে রাখা তলোয়ার ও বন্দুকের ছবি দেখিয়ে ও মুখ বন্ধ রাখতে বলে তাঁকে। পরে নির্যাতিতা তাঁর স্বামীকে গোটা ঘটনা খুলে বললে তিনিই অভিযোগ দায়ের করেন থানায়।
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
কর্মক্ষেত্রে ধর্ষণের শিকার নার্স

মতামত দিন