শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আরও বেকায়দায় পড়তে চলেছেন। উল্লেখ্য, প্রথম চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই চার্জশিটে সুকৌশলে অভিযুক্তের তালিকায় নাম না রেখেও মানিকের নামের উল্লেখ ছিল। প্রথম সেই চার্জশিটের পরেই গ্রেফতার হন মানিক। এবার ইডির চার্জশিটে মানিকের সঙ্গে আরও একাধিক নাম থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইডি সুত্রে দাবি শুধু প্রাথমিকে নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগসাজশে নবম-দশমের শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক কর্মচারী নিয়োগেও বড় ভূমিকা ছিল মানিকের। তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ ইডির হাতে এসেছে।
সূত্র- টিভি নাইন বাংলা
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার ইডির চার্জশিট মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে

মতামত দিন