এবার ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ড তাদের কর্মী ছাঁটাই করতে চলেছে। জানা গিয়েছে, এ সংক্রান্ত একটি ঘোষণা আসতে চলেছে এপ্রিল মাসে। মূলত নিজেদের শাখা বাড়ানোর উদ্দেশ্যেই এই ছাঁটাই সংক্রান্ত ঘোষণা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শুক্রবার সংস্থাটির কর্ণধার ক্রিস কেম্পজিনস্কি একটি চিঠির মাধ্যমে এই ছাঁটাইয়ের বিষয়ে ইঙ্গিত দেন।
স্বাভাবিকভাবেই এই ছাঁটাইয়ের ইঙ্গিত সামনে আসার পর ম্যাকডোনাল্ড সংস্থার কর্মীরা চাকরির অনিশ্চয়তায় ভুগছেন। এর প্রভাব ভারতে পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, বর্তমানে সংস্থাটির আউটলেট ১০০টিরও বেশি দেশে ৩৮০০০টিরও বেশি জায়গায় রয়েছে। গোটা বিশ্বজুড়ে সংস্থাটির ২ লাখেরও বেশি কর্মচারী রয়েছেন। দেশে বেকারত্বের হার সর্বোচ্চ পৌঁছানোয় এই ছাঁটাইয়ের খবরে স্বাভাবিকভাবেই ভারতের যুবসমাজ হতাশ।
সূত্র – হিন্দুস্তান টাইমস
কর্মী ছাঁটাই করতে চলেছে ম্যাকডোনাল্ড

মতামত দিন