নিজস্ব সংবাদদাতা: ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখালেন জিডিএ এবং সাফাই কর্মীরা। রবিবার এই ঠিকা কর্মীরা ওয়ার্ড মাস্টারের ঘর ঘেরাও করে বিক্ষোভ অবস্থান করে প্রতিকার চান। পরে তাঁরা জেলাশাসকের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের দাবি তোলেন। শনিবার রাতেই নোটিস ঝুলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকালে কাজে এসে কর্মীরা দেখেন তাঁদের অধিকাংশেরই কাজ বাতিল করা হয়েছে।
দীর্ঘ ১০-১১ বছর ধরে স্বল্প পারিশ্রমিকে কাজ করেও হঠাৎ করে শতাধিক কর্মরত কর্মীদের ছাঁটাই করে নতুন তালিকা প্রকাশ করা হয়। কী কারণে ছাঁটাই তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মীরা।
ছাঁটাইয়ের প্রতিবাদে তুমুল বিক্ষোভ মেদিনীপুর মেডিক্যালে

মতামত দিন