নিজস্ব সংবাদদাতা: গত বছরের শেষে গণছাঁটাই অভিযানে নেমে বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা। আর তিন মাস কাটতে না কাটতেই নতুন এক ধাপ ছাঁটাই অভিযানে নামতে চলেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা। প্রায় হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে সূত্রের খবর। এই ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
২০২২ সালে সংস্থার ১৩ শতাংশ, অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী কাজ হারিয়েছিলেন। বেকারত্বের বাজারে ফের মেটার এই ছাঁটাই অভিযান যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে।
বেকারত্বের বাজারে ফের গণছাঁটাই করছে ‘মেটা’

মতামত দিন