ট্যুইটার, অ্যামাজনের পরে এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। এক ধাক্কায় ১০ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এই বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বুধবার মাইক্রোসফটের তরফে ঘোষণা করা হয়েছে , ২০২৩-২৪ আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকের মধ্যেই কোম্পানি এই সিদ্ধান্ত কার্যকর করবে। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মার্কিন এই কোম্পানি বিদায় জানাবে দশ হাজার কর্মীকে।
উল্লেখ্য, অতিমারী পর্বে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের প্রক্রিয়া চালু হওয়ার কারণে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানিগুলির ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছিল। কারণ সেসময় এগুলির চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে অতিমারী আতঙ্ক কাটিয়ে বিশ্বের কর্মক্ষেত্র প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তার জেরে ব্যবসার বাজারে চাহিদার যে অধোগতি দেখা দিয়েছে তা আরও তীব্র আকার নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই কারণেই এমন ছাঁটাইয়ের পথে হাঁটা, তেমনই দাবি করছে ব্যবসায়িক মহল।
এই ছাঁটাইয়ের ফলে ভারতের তথ্যপ্রযুক্তি বাজারেও এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দেশে বেকারত্বের হার আতঙ্কিত হওয়ার মতো। এর মধ্যে মাইক্রোসফটের ছাঁটাইয়ের খবরে হতাশ হয়ে পড়েছেন দেশের যুবসমাজ।
সূত্র- এএনআই
মাইক্রোসফটে ১০ হাজার কর্মী ছাঁটাই

মতামত দিন