নিজস্ব প্রতিনিধি: হুগলি জেলায় পশ্চিমবঙ্গ মিড ডে মিল রাঁধুনি সমিতির পান্ডুয়া ব্লক কমিটি গঠিত হল রবিবার। মোট ১৩ জনকে নিয়ে এই ব্লক কমিটি পথ চলা শুরু করেছে। এদিন কমিটির সভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন বাসন্তী লতা মণ্ডল। সহ-সভানেত্রীর দায়িত্ব অর্জন করলেন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। সম্পাদকের পদে নির্বাচিত হলেন রোকিয়া বিবি। কোষাধ্যক্ষ হিসেবে কাঞ্চন মণ্ডল দায়িত্ব পালন করছেন। ব্লক কমিটির অন্যান্য পদে রয়েছেন ছবি অধিকারী, ঝর্না রায়, সুমিতা হাঁসদা, জাবেদা খাতুন, বাসন্তী রুইদাস, পার্বতী দাস, সন্ধ্যা সিং, পূর্ণিমা দাস এবং অম্বিকা রায়।
পশ্চিমবঙ্গ-সহ গোটা ভারতে মিড ডে মিল কর্মীদের অবস্থা শোচনীয়। বেতন বৃদ্ধি, উপযুক্ত ছুটি, নির্দিষ্ট সময়ে বেতন, গরমকাল ও শীতকালের পোশাক, বিমা, খাবার রান্নায় সুরক্ষা-সহ বিভিন্ন দাবিতে মিড ডে মিল কর্মীরা দেশের নানা প্রান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারও এঁদের দাবিগুলির প্রতি উদাসীন। পশ্চিমবঙ্গ মিড ডে মিল রাঁধুনি সমিতির পান্ডুয়া ব্লক কমিটি এই মেহনতি মানুষদের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা, হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, পোলবা দাদপুর ব্লক সভাপতি গৌরচন্দ্র দাস, পান্ডুয়া ব্লক কমিটির সদস্য আবু তাহের, রঞ্জিত ধোলে এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া ও পোলবা ব্লকের প্রায় প্রায় ৭০ জন মিড ডে মিল রাঁধুনি সমিতির সদস্য।
পান্ডুয়ায় গঠিত হল পশ্চিমবঙ্গ মিড ডে মিল রাঁধুনি সমিতির ব্লক কমিটি

মতামত দিন