পাঞ্জাবের পাটিয়ালার মিড-ডে মিল কর্মীরা সোমবার বারান গ্রামে একটি খোলা মাঠে বিক্ষোভ প্রদর্শন করেন। চাকরিতে স্থায়ীকরণ, ছুটির ব্যবস্থা এবং বিমা প্রকল্পের দাবিতে তাঁদের এই বিক্ষোভ বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। মহিলা কর্মীরা জানান, তাঁরা স্কুল পড়ুয়াদের মুখে খাবার তুলে দিতে প্রচণ্ড গরম এবং প্রবল শীতে কাজ করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের পরেও রাজ্য সরকার মিড-ডে মিল কর্মীদের দাবিগুলির বিষয়ে উদাসীন।
মিড-ডে মিল কর্মী কুলবন্ত কৌর এবং মনজিত কৌর বলেন, “আমরা রাজ্য সরকারের দ্বারা শোষিত হচ্ছি। সরকার স্কুলে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। আমাদের চাকরি এখনও স্থায়ী হয়নি। বেতন বাড়েনি। সরকারের উচিত আমাদের ইউনিফর্ম, পরিচয়পত্র, ছুটি, প্রতি মাসে ন্যূনতম ১৮০০০ টাকা বেতন এবং ন্যূনতম ৫ লাখ টাকার জীবন বিমা দেওয়া”। মিড-ডে মিল কর্মীরা জানান তাঁদের দাবি মানা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবে স্থায়ী কাজের দাবিতে মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ

মতামত দিন