পাঞ্জাবে চাকরি স্থায়ী করার দাবিতে রবিবার পাটিয়ালার ডেপুটি কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ করলেন মিড-ডে মিল কর্মীরা। মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, পাতিয়ালার স্বরনজিৎ কৌর ডাকলা এবং রুপিন্দর কৌর দানিপুরা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।
আন্দোলনকারীরা প্রথমে একটি সমাবেশ করেন এবং তারপর গ্রামীণ পাটিয়ালার বিধায়ক বলবীর সিংয়ের কাছে তাঁদের স্মারকলিপি জমা দেন। সংগঠনের সভাপতি লখবিন্দর খানপুর জানান, মিড-ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে কাজ করছেন। রান্না ও শিক্ষার্থীদের খাবার সরবরাহের জন্য তাঁদের খুব কম বেতন দেওয়া হয়।
তিনি আরও বলেন, “বারবার দাবি করা সত্ত্বেও সরকার আমাদের ন্যূনতম মান অনুযায়ী বেতন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই সরকার আমাদের চাকরি স্থায়ী করুক এবং আমাদের প্রতি মাসে অন্তত ১৮ হাজার টাকা বেতন প্রদান করুক। সর্বোচ্চ ২৫ জন শিক্ষার্থীর জন্য একজন মিড-ডে মিল কর্মী নিয়োগ করতে হবে। স্কুলে আমাদের জন্য অতিরিক্ত কাজ বরাদ্দ করা চলবে না।”
সূত্র – দ্য ট্রিবিউন
পাটিয়ালায় স্থায়ী কাজের দাবিতে মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ

মতামত দিন