নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্য থেকে আগত শ্রমিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির শ্রীরামপুর এলাকায়। আহত পরিযায়ী শ্রমিকের নাম দীনেশ পণ্ডিত, বাড়ি বিহারের সারিকা অঞ্চলে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। গুরুতর আহত অবস্থায় তিনি কালনা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত দীনেশ পণ্ডিত শ্রীরামপুরে এসেছিলেন কাঠের কাজ করতে। সোমবার গভীর রাতে তাঁর ঘরের দরজা খুলে চারজন সশস্ত্র দুষ্কৃতী আক্রমণ করে। দুষ্কৃতীদের অভিষ্ট ব্যক্তি কোথায় আছে, তা বলতে না পারায় এই আক্রমণ বলে জানা গেছে। এখনও পর্যন্ত এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।
পূর্ব বর্ধমানে পরিযায়ী শ্রমিকের ওপর হামলা

মতামত দিন