নিজস্ব সংবাদদাতা: পূর্বস্থলীর মুকসীমপাড়া গ্রাম পঞ্চায়েতের বারোরপারা গ্রামে দুই পরিযায়ী শ্রমিক নুরুদ্দিন শেখ (৩৩) ও নিয়ামত শেখের (২৭) মৃতদেহ বাড়ি ফেরে। তাঁরা কয়েকদিন’ আগে কেরালার মাল্লাপুরমে অন্যান্যদের সাথে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল। গত মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁরা দু’জন দুর্ঘটনার মধ্যে পড়েন। একজন নির্মীয়মাণ দেওয়াল চাপা পড়েন, অন্যজন ভাড়া থেকে পড়া গিয়ে আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবারই মৃত্যু হয় নুরুদ্দিন শেখের। চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হয় নিয়ামত শেখের।
ময়নাতদন্তের পর তাঁদের মৃতদেহ বিমানে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। নুরুদ্দিন শেখের মৃতদেহ বৃহস্পতিবার এবং নিয়ামত শেখের মৃতদেহ শুক্রবার গ্রামে ফিরে আসে। মৃতদেহ গ্রামে পৌঁছালে স্বজন হারানো মানুষজনের আর্তনাদে আকাশ ভারী হয়ে ওঠে।
দুই পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল

মতামত দিন