নিজস্ব প্রতিবেদন: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অবস্থা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে অত্যন্ত খারাপ। তাঁদের বেতন কাঠামো সংশোধন, কাজে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ইত্যাদির দাবি দীর্ঘদিনের। আর এই সব দাবি নিয়ে বুধবার কলকাতার রাজপথ উত্তাল হল গৃহসহায়িকাদের মিছিলে। শিয়ালদহ চত্বর পরিক্রমা করে এই মিছিল মহাত্মা গান্ধি রোড হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায়।
মিছিল থেকে আওয়াজ ওঠে ঘণ্টা পিছু ৭৫ টাকা, উৎসব ভাতা, ওয়েলফেয়ার বোর্ড চালু করা এবং পরিচয়পত্র প্রদান করতে হবে। এই মিছিলে সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গার্গী চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়নের কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ সিটুর অন্যান্য নেতৃবর্গ বক্তব্য রাখেন।
কলকাতার রাজপথে গৃহসহায়িকাদের মিছিল

মতামত দিন