নিয়োগ দুর্নীতি নিয়ে বিপাকে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার নজরে নার্সিং নিয়োগ দুর্নীতি। নার্সিং-এর চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ, নার্সিং-এর পরীক্ষার মেধাতালিকায় প্রথম দিকে নাম থাকা সত্ত্বেও চাকরিতে তাঁদের নিয়োগ করা হয়নি। অথচ মেধাতালিকার পিছনের দিকে নাম থাকা সাইনা গিরিকে চাকরিতে নিয়োগ করা হয়েছে। সম্পর্কে তিনি রাজ্যের মন্ত্রী অখিল গিরির ভাইঝি।
মেধাতালিকায় সাইনার নাম না থাকা সত্ত্বেও চাকরিতে নিয়োগ করা হয়েছে তাঁকে। এই নিয়োগেও তাই দুর্নীতির আঁচ অনুমান করছেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। আর তাই সোমবার নার্সিংয়ে স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা দফায় দফায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীদের পুলিশ আটক করে। তাঁদের দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে এই নিয়োগ নিয়ে জবাব দিতে হবে।
সূত্র- পিপলস রিপোর্টার
নার্সিং নিয়োগ দুর্নীতিতে এবার জড়াল মন্ত্রীর ভাইঝির নাম

মতামত দিন