আলওয়ারে বেহরোর নির্বাচনী এলাকা থেকে বিধায়ক বলজিত যাদব সোমবার জয়পুরের সেন্ট্রাল পার্ক থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যুবক ও কৃষক শ্রমিকদের ওপর অন্যায় অবিচারের প্রতিবাদে তিনি আন্দোলনে নেমেছেন।
সেন্ট্রাল পার্ক থেকে তিনি দৌড় শুরু করে ৯১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারের বিরুদ্ধে এই দৌড়ের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। তিনি সরকারকে নিশানা করে সাংবাদিকদের বলেন সরকার দাবিগুলি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। শুধু আশ্বাস দিলেই হবেনা।
সূত্র – ফার্স্ট ইন্ডিয়া
বেকারত্ব ইস্যুতে অভিনব প্রতিবাদ রাজস্থানের বিধায়কের

মতামত দিন