নিজস্ব সংবাদদাতা: উদ্বিগ্ন ত্রিপুরার বিজেপি জোট সরকার। এমজিএন রেগা-তে বরাদ্দ প্রতি বছর ধাপে ধাপে কমিয়ে দিচ্ছে কেন্দ্র। কমছে টাকা। কমছে শ্রম দিবস । মাত্র তিন বছরেই কমিয়ে দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লক্ষ শ্রম দিবস! ২০২৩-২৪ বছরে এক ধাক্কাতেই কমানো হয়েছে ৭৫ লক্ষ শ্রম দিবস।
ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের ক্ষেত্রে গ্রামের গরিবদের কর্মসংস্থানের ক্ষেত্রে এর গুরুতর প্রভাব এড়ানো মুশকিল বলে মনে করছেন রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকেরা। দিল্লিতে এ ব্যাপারে তদ্বির করার কথা ভাবছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। খবর হল, এমজিএন রেগা-র টাকা খরচের ক্ষেত্রে সোশ্যাল অডিট সম্পূর্ণ না হওয়ায় রেগা আইনের নিয়মেই রাজ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। এমনকী সোশ্যাল অডিটের জন্য পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রয়োজনীয় কর্মীদের ৯০ ভাগ এখনও নিয়োগ করাই সম্ভব হয়নি।
মনরেগার শ্রমদিবস ধাপে ধাপে কমিয়েই চলেছে কেন্দ্র

মতামত দিন