নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্র মোদির শাসনকালে সরকারি নিয়োগ হ্রাস পেয়েছে। এই অভিযোগের সত্যতা স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। দেখা যাচ্ছে, মোদির রাজত্বে প্রথম সাত বছরে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ অর্ধেক হয়ে গিয়েছে। সাংসদ আনবুমানি রামাদোসের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী এ নারায়ণস্বামী।
উল্লেখ্য, ২০১৪ সালে সরকারি ক্ষেত্রে নিয়োগ যেখানে ১ লক্ষ ২৮ হাজার ৬২৯ জন ছিল, ২০২১ সালে তা কমে হয়েছে ৬৪ হাজার ৭৩ জনে। শুধু সাধারণ নয়, বিভিন্ন সংরক্ষণের আওতায় থাকা পদেও নিয়োগ হ্রাস পেয়েছে মোদি সরকারের আমলে। এছাড়াও, এই সময়ে পদোন্নতির মাধ্যমে নিয়োগও হ্রাস পেয়েছে বলে জানা গেছে।
মোদির শাসনকালে কেন্দ্রের চাকরিতে নিয়োগ অর্ধেক

মতামত দিন