অবশেষে ভারতের বর্তমান অর্থনীতির সমালোচনা করতে বাধ্য হলেন রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি কমিটির সদস্য জয়ন্ত আর ভার্মা। ভারতের অর্থনীতির এই বেহাল দশার ফলেই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, অত্যধিক আর্থিক কড়াকড়ি অর্থনীতির বৃদ্ধিকে নিচের দিকে নিয়ে যেতে পারে যা কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতাকে পঙ্গু করতে পারে।
অতিমারীর সময় লকডাউনের ফলে দু’বছর ভারতীয় অর্থনীতির বৃদ্ধি নিম্নগামী ছিল। এ বিষয়ে তিনি বলেন, “আমি যা নিয়ে উদ্বিগ্ন তা হ’ল দুটি বছর হারানোর পরে সাব-পার বৃদ্ধি”। উল্লেখ্য, জয়ন্ত আর ভার্মা একটি ইমেল সাক্ষাৎকারে এই কথা বলেন।
সূত্র – দ্য ইকোনোমিক টাইমস
ভারতের বর্তমান অর্থনীতির সমালোচনা করলেন রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি কমিটির সদস্য

মতামত দিন