তামিলনাড়ু মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড (এমআরবি) থেকে নিয়োজিত চুক্তিভিত্তিক নার্সদের সংগঠন স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশন সোমবার মাদুরাই জেলা কালেক্টরেটে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি তোলে, তাঁদের চাকরিতে স্থায়ী করতে হবে এবং চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ২০২০ সালে অতিমারীর সময় চুক্তির ভিত্তিতে এই নার্সদের নিয়োগ করা হয়েছিল।
স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি টি রাজি এবং রাজ্য যুগ্ম সম্পাদক এস কে সুজাতার নেতৃত্বে প্রায় ৫০ জন মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড (এমআরবি) নার্স বিক্ষোভের সময় ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন।
স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক এস কে সুজাতা বলেন, “২০২০ সালে লিখিত পরীক্ষার পরে ছয় মাসের চুক্তিতে অস্থায়ী ভিত্তিতে ৩২০০ জন নার্স নিয়োগ করা হয়েছিল। তারপর অতিমারী পরিস্থিতি আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে নার্সদের চাকরি ছয় মাসেরও বেশি বাড়ানো হয়েছিল। যদিও রাজ্য সরকার আশ্বস্ত করেছিল যে তারা নার্সদের শূন্যপদ পূরণ করার সময় অস্থায়ী এমআরবি নার্সদের অগ্রাধিকার দেবে। কিন্তু এখনও রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
তামিলনাড়ুতে স্থায়ী কাজের দাবিতে নার্সদের বিক্ষোভ

মতামত দিন