মণিপুর রাজ্য পঞ্চায়েত পরিষদ দিল্লিতে একটি বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে অভিযোগপত্র জমা দেওয়ার হুঁশিয়ারিও তাঁরা দেন। তাঁদের দাবি জবকার্ড রয়েছে এমন সকলকে অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। সরকারের উচিত কমিটি গঠন করে বিষয়টিকে দেখা। কমিটিতে একজন প্রশাসক থাকা দরকার। সরকারের কাছে মোট ৭০০ কোটি টাকার মজুরি শীঘ্রই দেবার কথা দাবি ওঠে।
৩১ জানুয়ারির মধ্যে রাজ্য সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে জাতীয় পঞ্চায়েত পরিষদের সহযোগিতায় দিল্লিতে বিক্ষোভ সংঘটিত করা হবে বলেও জানান তাঁরা।
সূত্র – ই-পাও
দিল্লিতে বিক্ষোভের হুঁশিয়ারি দিল এমএসপিপি

মতামত দিন