নিজস্ব সংবাদদাতা: নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাস শরীরে ঢুকে প্রাণ হারালেন এক সাফাই কর্মী। গুজরাটের বনসকণ্ঠের থারাদ শহরে বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। মিউনিসিপ্যালিটি থেকেই চুক্তির ভিত্তিতে এই কর্মীদের কাজে নিয়োগ করা হয়।
দু’জন সাফাই কর্মী এদিন ম্যানহোলে নামেন। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই উপরে উঠে আসেননি। তখন স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেন। দু’জনকেই বের করে নিয়ে আসা হয়। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরেকজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে মৃত্যুর অভিযোগ দায়ের করেছে পুলিশ।
গুজরাতে বিষাক্ত গ্যাসে সাফাই কর্মীর মৃত্যু

মতামত দিন