নিজস্ব সংবাদদাতা: কামারহাটি পৌর অঞ্চলের সিপিআই(এম)’র চারটি এরিয়া কমিটি এবং একটি এরিয়া অর্গানাইজিং কমিটি যুক্তভাবে শুক্রবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে। পৌরকর্মী ও শিক্ষক নিয়োগ-সহ সর্বস্তরের চাকরি দুর্নীতির প্রতিবাদে পৌরসভার সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর পরে মিছিল শুরু হয়।
বি টি রোড ধরে দেশপ্রিয় নগর, বেলঘরিয়া সহ দীর্ঘ পথ পরিক্রমা করার পর মিছিলটি উড়ালপুল অতিক্রম করে যতীন দাস নগরের বাদাম তলা মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলের পুরভাগে ছিলেন মানস মুখার্জি, সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার সহ পার্টির জেলা এবং এরিয়া কমিটির নেতারা। বাদামতলা মোড়ের সংক্ষিপ্ত সভায় মানস মুখার্জি বলেন, রাজ্যের সব নিয়োগের মতো পৌরসভার ক্ষেত্রেও টাকার বিনিময়ে চাকরির নামে বেকার যুবকদের সাথে প্রহসন করা হয়েছে।
উল্লেখ্য, পৌরকর্মী নিয়োগ কেলেঙ্কারিতে চাকরি দেওয়ার নাম করে, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ধাপে ধাপে ২৯৮ জনকে কামারহাটি পৌরসভায় ঢোকানো হয়েছে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেই। কোনও পদের ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী সরকারের অনুমোদন নেওয়া হয়নি।
পৌরকর্মী, শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মতামত দিন