নিজস্ব সংবাদদাতা: ২৭ মার্চ তালপুকুর মাঙ্গলীকে ব্যারাকপুর পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের অষ্টম সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন প্রতিনিধিরা। স্বজনপোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সমস্ত কর্মচারীর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়া উচিৎ। অল বেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কমেন্স ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব দে বলেন, গত ১১ বছরে সরকারের সমস্ত ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে দুর্নীতি হয়েছে। পৌরসভাও এর থেকে বাদ যায়নি। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে।
এছাড়াও পৌর কর্মচারীরা তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করতে গিয়েও শাসকদের হাতে চরম হেনস্থার শিকার হয়েছেন। পৌরসভা সহ সমস্ত ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার দাবিতে সি আই টি ইউ জেলার সম্পাদক গার্গী চ্যাটার্জি, গণআন্দোলনের নেতা অভ্র দে, তমাল চক্রবর্তী কল্লোল মুখার্জি, প্রভাত ভান্ডারী এবং প্রমুখরা এদিন বক্তব্য রাখেন।
দুর্নীতির প্রতিবাদে সম্মেলনের সোচ্চার হলেন পৌর কর্মচারীরা

মতামত দিন