মায়াপুর ইস্কন মন্দিরের ভূমি বিভাগের চিফ কো-অর্ডিনেটর জগতার্দিহা দাস ওরফে জয়ন্ত কুমার সাহার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ইস্কনের নিরাপত্তারক্ষী পরিতোষ ঘোষ।
অভিযোগকারী জানিয়েছে গত ১৬ই জানুয়ারি রাত বারোটা নাগাদ অভিযুক্ত জয়ন্ত কুমার সাহা তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে অভিযোগকারীর অনিচ্ছা সত্ত্বেও তাঁকে যৌন নির্যাতন করে। অভিযোগকারী এও দাবি করেছেন শুধু তাঁর সঙ্গে নয় মন্দিরের অন্যান্য অনেক কর্মচারীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে এর আগে।
জানা গেছে, শুধু যৌন হেনস্থাই নয় চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও ও টাকার প্রলোভন দেখিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছিল ছয় বছরের কর্মরত এই ব্যক্তিকে। লিখিত অভিযোগ পাওয়ার পর ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্তকে পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র- ইন্ডিয়া টুডে
ইস্কন মন্দিরে যৌন হেনস্থা, অভিযুক্ত উচ্চপদস্থ কর্মচারীর

মতামত দিন