তবে কি হ্যাক করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকে। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ পাওয়ার পরেই দেখা যায় তাতে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও সুজন চক্রবর্তী। এই ব্যাপারে পর্ষদ সভাপতি গৌতম পাল ওয়েবসাইট হ্যাক হওয়ার আশঙ্কাই প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “ওই তালিকা কেউ হ্যাক করে নিজেরাই তৈরি করেছে কিনা তা দেখতে বলেছি। এখন অনেকে ওয়েবসাইট বানিয়ে নিজেরাই নামগুলি ঢুকিয়ে দেয়।” তবে হেভিওয়েট নেতা-মন্ত্রী-সহ প্রভাবশালীদের নামের সঙ্গে টেট উত্তীর্ণদের অনেক নাম কাকতালীয়ভাবে মিলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু একসঙ্গে এতজন নেতা-মন্ত্রী-সহ প্রভাবশালীর নাম কাকতালীয়ভাবে মিলে যাওয়ার সম্ভাবনা যে কম তা মানছে খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদও।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকাটি ১ হাজার ৮৩২ পাতার। আর তাতে নাম রয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার জনের।
সূত্র – আনন্দবাজার
টেট উত্তীর্ণদের তালিকায় মমতা থেকে অমিত শাহ, শুভেন্দু থেকে সুজনদের নাম – হ্যাক হয়েছে ওয়েবসাইট?

মতামত দিন