কেন্দ্রীয় বাজেটে জম্মু ও কাশ্মীরকে গুরুত্ব দেওয়া হয়নি। সেখানকার প্রদেশ কংগ্রেস কমিটি জানায় যে ক্রমাগত মূল্যবৃদ্ধি ও বেকারত্বকে রোডম্যাপ করার জন্য সঠিক দিশা নেই। পিসিসি এর প্রধান মুখপত্র রবীন্দর শর্মা এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক নীতির দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার যুবক ও কৃষকরা। এদের জন্যে বাজেটে কোনও সুসংবাদ নেই।
সিনিয়র সিপিআই(এম) নেতা এম ওয়াই তারিগামি বলেন ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটে জম্মু ও কাশ্মীরের জন্য এক বিশাল হতাশা। মৌলিক সমস্যাগুলো সমাধানে কেন্দ্র সম্পূর্ণভাবে ব্যর্থ।
ন্যাশনাল কনফারেন্সের (এন সি) তরফে কেন্দ্রীয় বাজেটকে একটি ফ্লপ বলা হয়। সবটুকুই এখানে কথার ফাঁকি। মানুষ উপকৃত হবার পরিবর্তে ভর্তুকি বাতিল করা হয়েছে। সুবিধাভোগী ব্যবসায়ীদের জন্য এই বাজেট। গরিব মানুষের পকেট থেকে টাকা বের হবে। আর লাভবান হবেন ব্যবসায়ীরা।
সূত্র- কাশ্মীর ইমেজ
কেন্দ্রীয় বাজেটে জম্মু-কাশ্মীরের বেকারত্ব অবহেলিত

মতামত দিন