রবিবার তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারীদের এক সভায় নির্মল মাজির মন্তব্য, “আদালতে না গিয়ে চাকরিপ্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই সমস্যা মিটে যেত।“ এই মন্তব্যের পর যথারীতি শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
সংবাদমাধ্যমের সামনে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “নির্মল মাজি নামটির সঙ্গেই ‘দুর্নীতিগ্রস্ত’ কথাটি এক হয়ে গিয়েছে। নির্মল মাজি মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত।” বিরোধী দলগুলো একজোট হয়ে নির্মল মাজির এই মন্তব্যের বিরোধিতা করেছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কোণঠাসা রাজ্য সরকার। প্রতিদিনই প্রায় শিক্ষক দুর্নীতি মামলা নতুন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ পর্ষদের সভাপতি জেলে । এই সময় নির্মল মাজির এই মন্তব্য বিশেষ তাৎপূর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র- আজ তক বাংলা
চাকরিপ্রার্থীদের আদালতে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরামর্শ নির্মল মাজির

মতামত দিন