আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫৫৯ জন অ-শিক্ষক কর্মী আগামী ১৬ জানুয়ারি থেকে আবার বিক্ষোভ শুরু করবেন বলে জানিয়েছেন।
এক মাসের বকেয়া বেতন এবং স্থায়ী নিয়োগের দাবিতে ধর্মঘটে যান কর্মীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগই দৈনিক মজুরিতে নিযুক্ত অস্থায়ী শ্রমিক। গত মাসে উপাচার্য তারিক মনসুর আশ্বাস দিয়েছিলেন যে তাঁদের চুক্তি পুনর্নবীকরণ করা হবে এবং তাঁরা শীঘ্রই এক্সটেনশনের চিঠি পাবেন। অ-শিক্ষক কর্মীরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন তখন। বিক্ষোভকারীদের বক্তব্য, এখনও প্রতিশ্রুতি পালন করেনি কর্তৃপক্ষ।
সূত্র – সাবরং
বকেয়া বেতনের দাবিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

মতামত দিন