নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কোনও প্রতিবাদ, মিছিল, ধর্মঘটে অংশ নিতে পারবেন না। এই মর্মে কেন্দ্রীয় সরকার ফতোয়া জারি করেছে। আপাত উপলক্ষ, পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে দেবার দাবিতে ন্যাশনাল জয়েন্ট কাউন্সিলের ডাকা প্রতিবাদ কর্মসূচি। এই কর্মসূচি ছিল মঙ্গলবারই। রাজ্যে রাজ্যে, জেলা ভিত্তিতে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
কিন্তু শুধু এই কর্মসূচি নয়, কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার জারি করা নির্দেশিকায় সব ধরনের প্রতিবাদই কেন্দ্রীয় কর্মীদের জন্য নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে জারিকরা নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারী দপ্তরের সচিবদের কাছে। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারী কর্মীরা কোনও ধরনের ধর্মঘট, গণক্যাজুয়াল লিভ, গো স্লো, অবস্থান ধরনা করতে পারবেন না। এমন কাজও করতে পারবেন না যা ধর্মঘটে মদত দেয়। সরকারি কর্মচারীদের কাজের আচরণবিধি ৭ নম্বর ধারা লঙ্ঘিত হয় এমন কোনও কাজই নিষিদ্ধ।
এই নির্দেশিকায় বলা হয়েছে, কর্মচারীদের ধর্মঘটে যাবার কোনও অধিকার বিধিবদ্ধ ধারায় নেই। সুপ্রিম কোর্টও বিভিন্ন রায়ে একমত হয়েছে ধর্মঘট করা সরকারি কর্মচারীদের পক্ষে গুরুতর আচরণবিধি লঙ্ঘন করা। এই ধরনের কোনও আচরণ আইন মোতাবেক মোকাবিলা করা দরকার। নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও ধরনের প্রতিবাদ করলেই পরিণতি ভোগ করতে হবে। বেতন কাটা ছাড়াও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সব ধরনের প্রতিবাদ, আন্দোলন নিষিদ্ধ! ফতোয়া মোদী সরকারের

মতামত দিন