ওড়িশা জিপিএলএফ (গ্রাম পঞ্চায়েত স্তরের ফেডারেশন) মিশন শক্তির কর্মীরা চাকরি স্থায়ীকরণ ও অন্যান্য দাবি নিয়ে ব্যাপক বিক্ষোভ করছেন। হাজার হাজার কর্মী সোমবার ভুবনেশ্বরের মহাত্মা গান্ধি মার্গে তাঁদের নয় দফা দাবির তুলে ধরেন। এই দাবিগুলোকে নিয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
দ্রুততার সঙ্গে ন্যায্য দাবিগুলিকে না মানা হলে কর্মীরা আন্দোলন আরও তীব্র করার হুমকি দিয়েছেন।
সূত্র – ওড়িশা টিভি
ওড়িশায় স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভ

মতামত দিন