চারটি ভারতীয় স্টার্টআপ আবার কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই চারটি সংস্থার মধ্যে ওলা-তে সর্বাধিক সংখ্যক ছাঁটাই হয়েছে। সংস্থাটি ২০০ কর্মীকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে, লিড স্কুল ইতিমধ্যেই ৬০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে এবং সহযোগী আনএকাডেমি ৪০ জনকে ছাঁটাই করেছে। কয়েনডিসিএক্স ৮০ থেকে ১০০ জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং মোগলিক্স গত সপ্তাহে তাদের ৩ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছে।
ভারতে বেকারত্বের হার উদ্বেগজনক। দেশে যুব-সমাজ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। এরমধ্যে দেশের স্টার্টআপ সংস্থাগুলির এই ছাঁটাইয়ের ফলে সংস্থাগুলির কর্মী-সহ বহু সংখ্যক বেকার চাকরিপ্রার্থীর মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। মূলত, মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে সংস্থাগুলি তাদের কর্মী সংকোচন করছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র- অফিস চায়ে
ভারতীয় স্টার্টআপে আবার কর্মী ছাঁটাই

মতামত দিন