নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার গ্রেপ্তার কাঁথির এক শিক্ষক। গতবছর থেকেই সরকারি চাকরির নিয়োগে ব্যাপক দুর্নীতি সামনে আসতে থাকে। কারাবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ, শিক্ষা আধিকারিক আরও একাধিক তৃণমূলের নেতা, বিধায়ক। একাধিক চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে পাঁচ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেপ্তার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক শিক্ষক। শনিবার সন্ধ্যায় কাঁথি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম দীপক জানা। তাঁর বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই নানা অভিযোগ আসছিল পুলিশের কাছে।
এদিকে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়া শিক্ষক। তাঁর বাড়ি ভূপতিনগর থানার মূলদা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি কাঁথি শহরে ১৭ নং ওয়ার্ডে করকুলি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। অভিযুক্তকে রবিবার কাঁথি আদালতে পেশ করা হয়। সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গ্রেপ্তার দীপক জানা কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠে ইংরেজির শিক্ষক। এদিকে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন মুলদা অঞ্চলের দীপকের দাদা।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এবার কাঁথির শিক্ষক

মতামত দিন