কাজ চলাকালীন কয়লা খনিতে দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে আসানসোলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারিতে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকা। সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকেরা।
কয়লাখনির শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কোলিয়ারির ৪ নম্বর পিটে নাইট শিফটে কর্মরত ছিলেন রঞ্জিত গোপ (৫৫) নামে এক শ্রমিক। তিনি কয়লাখনিতে ঘণ্টাম্যান হিসাবে কাজ করতেন। সেই সময় খনির ভিতরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ডুলির ধাক্কায় মৃত্যু হয়েছে রঞ্জিতের।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
কয়লাখনির ডুলির ধাক্কায় নিহত শ্রমিক, বিক্ষোভে উত্তপ্ত আসানসোলের নিমচা

মতামত দিন